অরিজিনাল ভিটমেট ডাউনলোড করতে পারছেন না? কিভাবে ডাউনলোড করবেন তার সমাধান এখানেই। অরজিনাল ভিটমেট সফটওয়্যার ডাউলোড করার করার জন্য সকল উপায় এখানে রয়েছে।
অনেকেই অর্জিনাল ভিটমেট ডাউনলোড করতে পারেন না কারণ গুগল প্লে স্টোরে এই
ভিডম্যাট থাকেনা। Mobile apps এর মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে ভিটমেট ভালো
অবস্থানে রয়েছে। এইটা সবাই ইউজ করতেও চায়। গুগল পলিসি এর কারনে এই এপস গুগল
প্লে স্টোরে পাবলিস করতে দেয়না।
তাই আপনার অরজিনাল ভিটমেট প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারেন না।
অরিজিনাল ভিটমেট সফটওয়্যার ডাউনলোড
অরজিনাল ভিটমেট ছাড়া সুন্দরভাবে কোনো কাজই করা যায়না তাছাড়া আসল ভিটমেট ছাড়া
আপনি ভিডিও ডাউনলোড করা যায়না।এই ভিটমেট ব্যবহার করে আপনি 4K ভিডিও ডাউনলোড
করতে পারবেন কারন এই অরজিনাল ভিটমেটে প্রায় সকল ধরনের ফাইল সাপোর্ট করে।
এবং তুলনামূলক অরেক দ্রুত ফাইল ডাউনলোড করতেও সক্ষম।এর কারনেও অনেকের কাছে
ভিটমেট ভালো লাগে।নতুন আপডেটের কারনে আপনি এখানে প্লেয়ার পেয়ে যাচ্ছেন এতে করে
আপনার অডিও এবং ভিডিও অন্য প্লেয়ার দরকার হবেনা।
তাছাড়াও অনেক ভিচার আছে এই অরজিনাল ভিটমেট এপসে। উপরের ডাউনলোড বাটনে ক্লিক
করলে আপনি পৌছে যাবেন ভিডমেট এর অফিশিয়াল ওয়েবসাইটে। এরপর নিচের দিকে দেখবেন
লাল একটা বাটনে Download লেখা আছে ওখানে ক্লিক করুন।
তারপরই ডাউনলোড শুরু হয়ে যাবে।
আপনি যদি আপনার ফোনে আগে কোনো এপস প্লেস্টোরের বাইরে থেকে ইনস্টল না করে থাকেন
তবে সেটিং থেকে একটা অপশন অন করতে হতে পারে।তাহলে প্লেস্টোর এর বাইরের এপিকে
(APK) ইনস্টল করবে পারবেন।
ভিটমেট
ডাউনলোডে সতর্কতা
|| অরিজিনাল ভিটমেট সফটওয়্যার ডাউনলোড
ভুলে যদি আনঅফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিটমেট ডাউলোড করেন তবে আপনি বেশি বিপদে
পড়তে পারেন।আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে আমাদের ভিটমেট ব্যবহার হয়ে থাকে।তবে
আমি বলবো, আপনার কাজ শেষ হয়ে গেলে ভিটমেট আনইন্সটল করে রাখবেন।
প্লেস্টোর এর বাইরের এপস কখনই ফোনে রাখা উচিৎ নয়।
আমি রিকমান্ড করবো কাজ শেষে আনইন্সটল করে রাখবেন বা পারমিশন অফ করে রাখবেন।
স্ক্রিনশট ভালোভাবে লক্ষ্য করুন আমি গুগলে গিয়ে ভিটমেট সার্চ করলে যেমন
ফলাফলটি আসে। তারপর যেকোনো একটি ওয়েবসাইটে ক্লিক করি। কারণ নিচে দেওয়া
দুইটি ওয়েবসাইটের মাধ্যমে অরজিনাল ডাউনলোড করা যায়।
![]() |
ভিটমেট ডাউনলোড হচ্ছে না কেন
vidmate ডাউনলোড না হওয়ার মূল কারণ ছিল, আপনার সঠিক জায়গায় প্রবেশ না করে
ডাউনলোড করতে চাচ্ছিলেন। অরিজিনাল vidmate টি প্লে স্টোরে বর্তমানে নেই। তবে
অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ভিটমেট ডাউনলোড করলে কোন প্রকার সমস্যা হবে না
আশা রাখি।
নেটওয়ার্ক সমস্যা
অনেক সময় এন্ড্রয়েড ফোনে অ্যাপ ডাউনলোড না হওয়ার কারণ হতে পারে নেটওয়ার্ক
সমস্যা। কোন কারণে আপনার ফোনের ইন্টারনেট সংযোগ স্থিতিশীল হতে পারে এবং এটি
অ্যাপ ডাউনলোড করতে ব্যর্থ হয়।
সাধারণ অকারণে ফোনের মেমোরি পূর্ণ
কিছু সময় ফোনের মেমোরি পূর্ণ হয়ে যেতে পারে এবং এটি আর কোন অ্যাপ ডাউনলোড
করতে পারে না। আপনি কিছু ফাইল ফোন মেমোরি থেকে মুছে ফেলতে পারেন। অথবা আগে
চেক করে দেখে নিবেন ডিলিট করার প্রয়োজন আছে কিনা
ডিভাইসে অপটিমাইজেশন না থাকা
কিছু সময় ডিভাইসে অপটিমাইজেশন না থাকলে অ্যাপ ডাউনলোড করতে ব্যর্থ হয়। আপনি
যে মোবাইল ফোন অথবা ডিভাইসটি দিয়ে অ্যাপ ব্যবহার করবেন যেটা ভিটমেট হতে
পারে, বা অন্য কোন অ্যাপ এর জন্য আপনার ডিভাইসটি ঠিকঠাক উপযোগী কিনা সেটাও
খুবই গুরুত্বপূর্ণ।
অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করার জন্য ওয়েবসাইট এ প্রবেশ করলে,
নিচের ছবির মতো দেখা যাবে আপনি একটু নিচের দিকে আসলে ডাউনলোড একটি অপশন পেয়ে
যাবেন যেটা চিহ্নিত করে নিজের ছবিতে দেওয়া হয়েছে।
তাছাড়া পরবর্তী লিংক এর ওয়েবসাইটে গিয়ে অরজিনাল vidmate অ্যাপ ডাউনলোড
করার জন্য, আপনি ওয়েবসাইটে ঢুকে ডাউনলোড অপশন পাবেন সেখানে ক্লিক করবেন যেটা
স্ক্রিনশট দিয়ে দেখানো হয়েছে।
তারপর নতুন একটি পেজ ওপেন হলে আবার নিচের দেখানো ছবির মত লিংকে ক্লিক করবেন।
আশা করি এভাবে অরজিনাল vidmate টি খুব সহজে সমস্যা ছাড়াই ডাউনলোড করতে
পারবেন।
গান ডাউনলোড করা ভিটমেট
অরিজিনাল বা আসল ভিটমেট অ্যাপ্লিকেশন এর মাধ্যমে সহজে গান সহ যেকোন ভিডিও
অডিও ডাউনলোড করা অনেক সহজ। আমি সাধারণত আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে কয়েকটি
স্ক্রিনশট দিব, যেখানে আমি বোঝানোর চেষ্টাটাই করেছি গান এর বিকল্পে আমি একটি
নাটক কিভাবে ডাউনলোড শুরু করছি।
নাটক লিখে অনুসন্ধান করার পর যে ভিডিওগুলো আসলো প্রত্যেকটি ভিডিওর ডান পাশে
ডাউনলোড আইকন রয়েছে।
ডাউনলোড আইকনে ক্লিক করার পর নির্দিষ্ট ভিডিওটির ডাউনলোড মেগাবাইট সহ ধরন
দেখা দিচ্ছে। আমার পছন্দমত সিলেক্ট করে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। চাইলে এই
ভিডিওটি আমি অডিও আকারে ডাউনলোড করতে পারতাম, যেটা অপশনে দেওয়া রয়েছে তবে
আমি ভিডিওতে ডাউনলোড করতে ইচ্ছুক।
ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। আমি ডাউনলোড অফ করে দিলাম কারণ আমি শুধু
আপনাদেরকে দেখানোর জন্য বিষয়টি স্ক্রিনশট দেওয়ার জন্য বোঝাতে চেয়েছি।
সুতরাং আশা করি আপনারাও খুব সহজে ভিডম্যাট অরজিনাল অ্যাপ এর মাধ্যমে গান
ডাউনলোড করতে পারবেন।
নিচে থেকে পুরাতন ভিটমেট ও আসল ভিটমেট APK ভার্সন ফাইল ডাউনলোড করে নিন
১মঃ অরিজিনাল ভিটমেট সফটওয়্যার
২য়ঃ পুরাতন ভিটমেট
আপডেটেড ভিডমিট ডাউনলোড করতে প্রথটি ডাউনলোড করুন ও পুরাতন ভার্সন ডাউনলোড করতে ২য়টি ডাউনলোড করুন
আপনি প্লেস্টোর সহ বিভিন্ন এপস স্টোরে এই ভিডমেট নাও পেতে পারেন। তবে তাদের
অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনায়াসে ডাউনলোড করতে পারবেন। তাই আপনাকে সতর্ক করতে
চায় আপনি ভিটমেটের অরিজিনাল সফটওয়্যার ডাউনলোড করতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট
থেকে ডাউনলোড করুন।
আপনি চাইলে সম্প্রতি জনপ্রিয় পাওয়া vidmate tube ব্যবহার ও করতে পারেন।
আপনার যেইটা ভালো লাগে আপনি তাই ইউজ করবেন।
অরিজিনাল ভিটমেট সফটওয়্যার ডাউনলোড এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি
বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর
পাবেন।
আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই
আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ
তাই যদি কেউ কপি করেন
তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে
পারে।