আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়াই ভালো আছি। আজকের নতুন টপিকে আপনাকে স্বাগতম! আজকে আপনাদের দেখাবো অরজিনাল ভিটমেট সফটওয়্যার ডাউলোড করার করার উপায়।
অনেকেই অর্জিনাল ভিটমেট ডাউনলোড করতে পারেন না কারণ গুগল প্লে স্টোরে এই ভিডম্যাট থাকেনা।
গুগল পলিসি এর কারনে এই এপস গুগল প্লে স্টোরে পাবলিস করতে দেয়না।
তাই আপনার অরজিনাল ভিটমেট প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারেন না।
অরিজিনাল ভিটমেট সফটওয়্যার ডাউনলোড
অরজিনাল ভিটমেট ছাড়া সুন্দরভাবে কোনো কাজই করা যায়না তাছাড়া আসল ভিটমেট ছাড়া আপনি ভিডিও ডাউনলোড করা যায়না।
ভিটমেট দিয়ে Y t সহ fb, instagram, whatsapp এর ফাইল ডাউনলোড করতে পারবেন।
এই ভিটমেট ব্যবহার করে আপনি 4K ভিডিও ডাউনলোড করতে পারবেন কারন এই অরজিনাল ভিটমেটে প্রায় সকল ধরনের ফাইল সাপোর্ট করে।
এবং তুলনামূলক অরেক দ্রুত ফাইল ডাউনলোড করতেও সক্ষম।এর কারনেও অনেকের কাছে ভিটমেট ভালো লাগে।
নতুন আপডেটের কারনে আপনি এখানে প্লেয়ার পেয়ে যাচ্ছেন এতে করে আপনার অডিও এবং ভিডিও অন্য প্লেয়ার দরকার হবেনা।
তাছাড়াও অনেক ভিচার আছে এই অরজিনাল ভিটমেট এপসে।
Download Now: Vidmate Apps AMP
VIDMATE APP DOWNLOAD
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনি পৌছে যাবেন ভিডমেট এর অফিশিয়াল ওয়েবসাইটে।
এরপর নিচের দিকে দেখবেন লাল একটা বাটনে Download লেখা আছে ওখানে ক্লিক করুন।
তারপরই ডাউনলোড শুরু হয়ে যাবে।
আপনি যদি আপনার ফোনে আগে কোনো এপস প্লেস্টোরের বাইরে থেকে ইনস্টল না করে থাকেন তবে সেটিং থেকে একটা অপশন অন করতে হতে পারে।
তাই আপনি Setting থেকে security এরপর unknown source টা চালু করে দিবেন।
তাহলে প্লেস্টোর এর বাইরের এপিকে (APK) ইনস্টল করবে পারবেন।
ভিটমেট ডাউনলোডে সতর্কতা
ভুলে যদি আনঅফিসিয়াল ওয়েবসাইট খেকে ভিটমেট ডাউলোড করেন তবে আপনি বেশি বিপদে পড়তে পারেন।
আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে আমাদের ভিটমেট ব্যবহার হয়ে থাকে।তবে আমি বলবো, আপনার কাজ শেষ হয়ে গেলে ভিটমেট আনইন্সটল করে রাখবেন।
প্লেস্টোর এর বাইরের এপস কখনই ফোনে রাখা উচিৎ নয়।
আপনার ফোন হ্যাক হওয়া থেকে শুরু করে আপনার গোপন ডাটা চুরি করে নিতে পারে।
আর এই গুলো বিভিন্ন সময় বিভিন্ন কাজে এরা ব্যবহার করে।
আপনার আমার তথ্য সেল করেই এরা ইনকাম করে তাই আমি রিকমান্ড করবো কাজ শেষে আনইন্সটল করে রাখবেন বা পারমিশন অফ করে রাখবেন।
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো।
এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।
comment 0 মন্তব্য
more_vert