প্রথমে বুস্ট করতে বুস্টের করার নিয়মনীতি জানা দরকার। যদি না জানেন কিভাবে
বুস্টিং শুরু করবেন তবে বিভিন্ন ঝামেলায় পড়তে হতে পারে। আবার যদি না জানেন, ফেক
ডলারের মাধ্যমে বুস্টিং করে জনগণকে কিভাবে ঠকানো হয়। তাহলে আপনিও এই প্রতারণায়
পড়তে পারেন।
আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। 🥰 আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের Topic এ আপনাকে স্বাগত! উইকিজানা ব্লগে প্রযুক্তিগত আপডেট থাকতে গুগল নিউজে ★ Follow করুন।
ফেসবুকে বুস্ট করার নিয়ম
ফেসবুকে বুস্টিং করতে আপনি কয়েক মাধ্যমে করতে পারবেন। তার মধ্যে কিছু সহজ মাধ্যম এখানে তুলে ধরছি।- নিজের ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে
- ডিজিটাল মার্কেটিং এজেন্সির মাধ্যমে
নিজে নিজে ফেসবুকে বুস্ট করা
আপনার নিজের বুস্ট যদি নিজে করতে চান তবে আপনার অবশ্যই ডুয়েল কারেন্সি
মাস্টারকার্ড থাকা দরকার। অবশ্যই USD সাপোর্টেড কার্ড হতে হবে।
বাংলাদেশের কিছু ডুয়েল কারেন্সি ভিসা কার্ডের ছবি |
ডুয়েল কারেন্সি কার্ড কোন কোন ব্যাংক দেয়
বাংলাদেশে কিছু ব্যাংক ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে থাকে। তাদের মধ্যে কিছু
কোম্পানির সুবিধা ভালো। আপনি তাদের মধ্যে অন্যতম কিছু কম্পানির নাম দেওয়ার হলোঃ
- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
- ইস্টার্ন ব্যাংক লিমিটেড
- আইএফআইসি
- মেঘনা ব্যাংক লিমিটেড
- সিটি ব্যাংক
- ডাচ্ বাংলা ব্যাংক
- ব্যাংক এশিয়া
আপনার পছন্দের ব্যাংকের থেকে আপনার পাচপোর্ট দিয়ে কার্ড কার্ড নিতে পারবেন।
ডুয়েল কারেন্সির জন্য আপনার অবশ্যই পাসপোর্ট থাকতে হবে।
আর যদি আপনার পাসপোর্ট না থাকে তবে আপনার জানা ভালো কোনো এজিন্সির মাধ্যমে
বুস্টিং সার্ভিস নিতে পারেন।
বুস্টিং সার্ভিস এজেন্সি
বাংলাদেশের ছোট বড় অনেক বুস্টিং সার্ভিস প্রোভাইডার আছে। তবে এদের মধ্যে ভালো
বুস্টিং সার্ভিস প্রোভাইডার খুঁজে বের করা কঠিন, কারন তারা অনেক বুস্টিং
সার্ভিস প্রোভাইডারেরা সঠিক টার্গেটিং না করে বুস্টিং করে যার কারণে সঠিক
অডিয়েন্সের কাছে আপনার এডটি পৌছায় না।
যদি বুস্টিং করে আপনার ব্যবসা না হয় তবে তো বুস্টিং করে তো কোনো লাভই হলোনা।
তাই জেনে-শুনে নিজে বুঝে তার পরেই বুস্ট করাবেন। তাদের দিয়েই বুস্ট করাবেন যারা
মার্কেটিং ভালো বুঝে।
আপনি চাইলে নিচের দেওয়া বুস্টিং সার্ভিস এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন।
আপনাদের সুবিধার্থে যোগাযোগ সকল মাধ্যমে দেওয়া হলোঃ
WS Digital Marketing Service Provider
📞Phone:
01645491118 (WhatsApp)
📲WhatsApp Link:
WS WhatsApp
📩Mail:
info@webmastersamrat.com
🌏Website:
https://webmastersamrat.com
ফেক ডলার কিভাবে চিনবেনঃ
যারা ফেক ডলার দিয়ে বুস্ট করে থাকে। তারা কেউ প্রোফেশনাল বুস্টিং সার্ভিস
প্রোভাইডার না। তাদের ব্যাপারে তেমন কোনো তথ্য খুজে পাবেন না। তারা নিজেদের
লুকিয়ে রাখতে বেশি পছন্দ করে যার কারণে তারা নতুন পেজ খুজে সার্ভিস দেওয়ার
চেস্টা করে।
অনেকে কুপন ব্যবহার করে যার ফলে আপনার পেজ রেসট্রিকডেট হয়ে যেতে পারে। WS
Digital Marketing Provider তে অরিজিনাল ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড দিয়ে
বুস্টিং করে থাকে। যার কারণে আপনার পেজ থাকবে নিরাপদ। তাদের কাছে আপনার
মার্কেটিং সংক্রান্ত যেকোনো প্রশ্ন করলে সঠিক ধারণা বা মার্কেটিং আইডিয়া দিয়ে
দেয়।
ফেক ডলার বা কুপন দিয়ে যারা বুস্ট করে তারা নির্দিষ্ট ডলারের বাইরে এড দিতে
পারেনা। যেমন তার কাছে ৫ ডলারের কুপন আছে। আপনাকে একবারে ১০ ডলারের এড দিয়ে
দিতে পারবে না। এক কথায় অনেক সময় খেয়াল করবেন তারা আপনার মন মতো ডলার দিতে
পারবে না।
বুস্টিং নিয়ে আরো পড়ুনঃ
যারা নিজের কার্ডের মাধ্যমে মোবাইল দিয়ে ফেসবুক বুস্ট করাতে চান তারা নিচের এই
ভিডিওটি দেখুন।
এই ব্লগটি যদি আপনার কাজে লেগে থাকে বা আপনার উপকারে আসে তবেই আমাদের
স্বার্থকতা। আপনাদের জানার চাহিদা মেটাতেই আমরা ব্লগিং করে থাকি।
পরিচিত কাউকে এই তথ্য জানাতে শেয়ার করুন। উইকিজানা ব্লগে
ফ্রীল্যান্সিং, এডুকেশন ও তথ্যমূলক ব্লগ প্রচার করে থাকে। আরো বিভিন্ন জনপ্রিয় ব্লগ পড়তে নিচে স্ক্রল করুন।