আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়াই ভালো আছি। আজকের নতুন টপিকে আপনাকে স্বাগতম! আজকে এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখার নিয়ম নিয়ে আলোচনা করবো।
এই ব্লগ পড়ার পর আপনি নিজেই এসইও ফ্রেন্ডলি পোস্ট লেখতে পারবেন।
অনেকেই ব্লগিং শুরু করেন তবে এসইও ফ্রেন্ডলি পোস্ট না লিখার কারনে ব্লগিং ছেড়ে দিতে হয়।
এসইও ফ্রেন্ডলি পোস্ট না লিখলে সার্চ ইন্জিন থেকে ট্রাফিক আসেনা।যার কারনে পোস্ট লিখেও কোনো কাজে আসেনা।
ওয়েব পেজ এসইও
ওয়েবপেজ এসইও বা ব্লগিং এসইও দুটাই সমান তবে ওয়েবপেজ প্রতিনিয়ত এসইও করার দরকার পড়েনা কিন্তু ব্লগিং করতে হলে সব ব্লগ গুলোই এসইও করতে হয়
প্রতিটি ব্লগ এর পেজও এক প্রকার ওয়েবপেজ।তাই বলা যেতে পারে, ওয়েবপেজ এসইও আর ব্লগিং এসইও দুটাই একই বিষয়।
এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখার নিয়ম
এসইও ফ্রেন্ডলি পোস্ট কিভাবে লেখা যায় তা নিচের স্টেপ গুলো ফলো করলেই আপনি খুব সহজেই এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখতে পারবেন।
কিওয়ার্ড রিসার্চ করে নিন
প্রথমে আপনি কিওয়ার্ড রিচার্চ করে নিবেন। কিওয়ার্ড রিসার্চ ছাড়া এসইও করে কোনো লাভ নাও হতে পারে।।
তাই কিওয়ার্ড রিসার্চ করে ভালো কোনো কিওয়ার্ড খুজে বের করে সেই কিওয়ার্ড অনুযায়ী আমরা এসইও করবো।
কিওয়ার্ড রিসার্চ সংক্রান্ত বিস্তারিত জানুনঃ
কিওয়ার্ড টাইটেলে দিন
আপনি আপনার পোস্টের যে টাইটেল দিবেন, ওই টাইটেলে অবশ্যই আপনার কিওয়ার্ড দিবেন।
যদি কিওয়ার্ড হয়, 'মোবাইল ফোন' তবে আপনি টাইটেল লিখতে পারেন, ২০২২ সালের মোবাইল ফোনের দাম।
পোস্ট লেখার শুরুতে কিওয়ার্ড
আপনি যখন আপনার পোস্ট লেখা শুরু করবেন তখন আপনার লেখার প্রথম ১৫০ ওয়ার্ডের মধ্যে আপনার কিওয়ার্ড রাখুন।
লেখার শুরুতেই আপনি বলতে পারেন যে, আপনাদের আজ সেরা মোবাইল ফোনের দাম নিয়ে আলোচনা করবো।
হেডিং ট্যাগ ব্যবহার
আপনার পোস্টের মধ্যে হেডিং ব্যবহার করুন। হেডিং এর মধ্যে অবশ্যই আপনার কিওয়ার্ড রাখতে হবে।সব হেডিং এ কিওয়ার্ড না দিলেও হবে।
তবে আপনার নিশ্চিত হতে হবে <h1>, <h2>, <h3> ট্যাগ এর মধ্যেই হবে।
ছবি অপটিমাইজ
একটা ওয়েবসাইটের সবচেয়ে বেশি লোড নেয়, তাহলো ছবি। একটা ছবির সাইজ যত বড় হবে ওয়েবসাইট তত লোড নিবে।
তাই আমাদের ওয়েবসাইটে ছবি ব্যবহার করার জন্য সতর্ক থাকতে হবে। আমাদের সাইট যত স্লো হবে ততটাই গুগলে র্যাংক করানো কঠিন হবে।
ইমেজের সাইজ অবশ্যই ১০০KB এর নিচে ব্যবহার করার চেস্টা করুন। যদি সম্ভব হয় .webp ফরম্যাটে কনভার্ট করে নিন।
ফটো অপটিমাইজ করতেঃ ফটোশপের মাধ্যমে কিভাবে webp ফাইল সেভ করবেন - webp ফাইল এর সুবিধা - How to save webp file through Photoshop
প্রতিশব্দ ব্যবহার
একই ধরনের কথা বারবার না লিখে ওই কথার অন্য বানান বা অন্য শব্দ আপনি লিখতে পারেন। এতে করে আপনার ওই আলাদা লেখার কারনে অন্যদের থেকে উপরে উঠে যেতে পারেন।আপনি লেখার সময় মোবাইল কথাটা উল্লেখ করেছেন, তারপর আপনি চাইলে ফোন বলতে পারেন।
যখন আপনি এভাবে লিখলে নির্দিষ্ট কিওয়ার্ডে উপরে না উঠতে পারলেও ওইটার কাছাকাছি বানানে উপরে উঠা সম্ভব, তারপর নির্দিষ্ট কিওয়ার্ডেও র্যাংক করে।
Internal Link ব্যবহার
আপনি যখন আপনার ব্লগ লিখবেন তখন অবশ্যই আপনার অন্যান্য পোস্টের লিংক করে দিবেন এতে করে আপনার ওয়েবসাইট এর এসইও শক্তিশালি হবে।
সাথে আপনার ভিজিটর বেশিক্ষন আপনার সাইটে অবস্থান করবে।
এক্সটার্নাল লিংক ব্যবহার
আপনার সাইটের সাথে রিলেটেড বা আপনার ভিজিটর এর উপকার হতে পারে এমন অন্য ওয়েবসাইটে লিংক আপনার সাইটে যুক্ত করুন।
একটা লিংক যুক্ত করলেই হবে। তবে যুক্ত করার চেস্টা করবেন।
ব্লগ ছবি SEO
আপনার ব্লগের মধ্যে যে সব ছবি দিবেন তা যদি এসইও করে দেন তবে ছবির মাধ্যমেও আপনি ভিজিটর পেতে পারেন।তাই ছবি এসইও করতে আপনার ছবির নাম রিনেম করে আপনার কিওয়ার্ডটা দিন, তারপর যখন আপনার ব্লগে ছবি আপলোড করবেন তখন অবশ্যই alt এট্রিবিউটে আপনার কিওয়ার্ড রাখুন।
ব্লগ লিংক এ কিওয়ার্ড
ব্লগ লিংক এর মধ্যে অবশ্যই আপনার কিওয়ার্ড রাখুন এবং লিংক ছোট রাখার চেস্টা করুন।লিংকের মধ্যে কিওয়ার্ড থাকলে গুগল ওই গুলো দ্রুত র্যাংক করায়।
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।