“বিশ্ব এখন হাতের মুঠোয়” ছোট বেলায় সাধারণ জ্ঞান বইয়ের মোড়কে এটি লেখা ছিলো কিন্তু এখন তা বাস্তবে রূপ লাভ করেছে।
ঠিক পাঁচ বছর আগে বাংলাদেশে আপনি যা কল্পনা করতে পারতেন না, সময়ের পরিক্রমায় এখন তা বাস্তবে রূপ লাভ করেছে। পছন্দের ড্রেস, কসমেটিকস, শ্যাম্পু থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় গ্রোসারি আইটেম আমরা অনলাইনে অর্ডার দিয়ে থাকি।
তবে আমরা অনেকেই দরকারি ঔষধ কিনতেই একটা ফার্মেসি থেকে ঔ ফার্মেসি ঘুরে বেড়াই। আনকমন কোন ওষুধ কিনতে ভোগান্তি বেড়ে যায়। কখনো তো এমনও হয় যে কিছু ঔষধ সব এলাকায় পাওয়াও যায় না।
কেমন হয় যদি আপনার প্রয়োজনীয় ঔষধ ঘরে বসেই পেয়ে যান? দারুণ না? আপনার লাইফকে আরও সহজ করতে কিছু অনলাইন হেলথকেয়ার প্লাটফর্ম প্রয়োজনীয় ঔষধ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছে।
আসুন জানি, কিভাবে মেডিসিন অর্ডার করবেন অনলাইন থেকে! কখন করবেন বা কখন করবেন না।
অনলাইনে মেডিসিন অর্ডার করার ধাপ সমূহ
বাংলাদেশে মেডিসিন ডেলিভারি নিয়ে বেশ কয়েকটি স্টার্টআপ প্রতিষ্ঠান কাজ করছে। এদের মধ্যে উল্লেখ জন্য অনলাইন ফার্মেসি হল Arogga, মেড ইজে, Bangla Meds ইত্যাদি।
আমি এই আর্টিকেলে অর্ডার করার প্রসেস বর্ণনা করতে আরোগ্যকে ব্যবহার করছি। এর পিছনে কারণ হল, আমার দেখা মতে এখানে সবচেয়ে কম দামে ও অফার, সমগ্র বাংলাদেশে মেডিসিন ডেলিভারি দেয়। এছাড়াও, এটি ব্যবহার করতে একাধারে প্রতিষ্ঠান Android, IOS app, website দিয়ে ব্যবহার করা সম্ভব।
ওয়েবসাইট কিংবা অ্যাপের মাধ্যমে আপনার প্রয়োজনীয় ঔষধ অর্ডার দিলেই নির্দিষ্ট সময়ের ভেতর পৌঁছে যাবে আপনার ঘরে। বিশ্বস্ত অনলাইন ফার্মেসীগুলো ক্লেইম করেঃ
- নিম্নমানের কিংবা ভেজাল ঔষধ সরবরাহ করে না।
- ডিরেক্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে ঔষধ সরবরাহ করে বলে তারা সঠিক দামে ঔষধ ক্রেতার কাছে পোঁছে দেয়।
- আপনি নতুন ব্যবসা শুরু করতে চাইলে তাদের কাছ থেকে ঔষধ পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন। এজন্য আপনাকে ওয়েবসাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।
অনলাইনে ঔষধ কেনার অ্যাপস
আরোগ্য থেকে ঔষধ কিনতে চাইলে আপনাকে প্রথমে Play Store এ যেতে হবে। তারপর আরোগ্য অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটি ডাউনলোড করে আপনার প্রথম কাজ হলো সাইন ইন করা। নাম্বার দিয়ে সাইন ইন করুন। সাইন ইন করলে প্রথম অর্ডারে আপনি পাচ্ছেন ১২% ডিসকাউন্ট।
আচ্ছা, ওষুধ কিনবো কিভাবে অ্যাপে গিয়ে? খুবই সহজ! আপনার প্রেসক্রিপশন আপলোড করে ঔষধ কিনে ফেলুন। মজার ব্যাপার হলো ডাক্তারদের লেখা আপনি না বুঝলেও আরোগ্য কিন্তু ঠিকই বুঝে এবং সঠিক ঔষধটাই প্রদান করে। দারুণ না!
এছাড়াও আপনি চাইলে যেকোনো ঔষধ অ্যাপস এর সার্চ বারে গিয়ে আপনার প্রয়োজনীয় মেডিসিন সার্চ করতে পারেন। আপনার সার্চকৃত ঔষধটি কিনতে চাইলে তা কার্টে যোগ করুন। তারপর নাম, ঠিকানা, নাম্বার, লোকেশন দিন হোম ডেলিভারির জন্য। নির্দিষ্ট সময় পর আপনার বাসায় পৌঁছে যাবে আপনার প্রয়োজনীয় ঔষধ।
অ্যাপস থেকে ঔষধ কেনার সুবিধা
সবচেয়ে বড় সুবিধা হলো ঔষধ কেনার জন্য আপনাকে ফার্মেসিতে দৌড়াদৌড়ি করতে হবে না। সব ধরনের মেডিসিন ডিসপ্লে করা থাকে। এমনকি, বাজারের যেকোনো ফার্মেসিতে গেলে তারা একটা প্রোফিট রেখে আপনাকে মেডিসিন সাপ্লাই দিবে। আবার এমন হয় কোনো কোনো দোকানদার একটু বেশি দাম চেয়ে বসে।
আপনার ধারণা না থাকায় আপনি ঔ দামেই কিনে নিয়ে আসলেন পরে সার্চ দিয়ে দেখলেন আপনি প্রতারণার শিকার হয়েছেন। কিন্তু আরোগ্য যেহেতু সরাসরি ফ্যাক্টরি থেকে ঔষধ নিয়ে আসে তাই তারা সঠিক দামেই আপনাকে ঔষধ সরবরাহ করে থাকে৷ আর অ্যাপস এ যেহেতু দাম এড করা থাকে ঔষধের নিচে তাই আপনার রয়েছে যাচাই করে কেনার সুযোগ। এছাড়াও, আপনি চাইলে তাদের কাছ থেকে ব্যবসা করার জন্য পাইকারি ওষুধ কিনতে পারেন। আরোগ্য অ্যাপস থাকার আরও সুবিধা হলো, অথরিটি প্রায় প্রায়-ই বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে যেকোনো অকেশনে। তাই এই অফারসমূহ মিস করতে না চাইলে আজই ঝটপট অ্যাপসটি ডাউনলোড করে ফেলুন।
ওয়েবসাইট থেকে ঔষধ কেনাকাটা
ওয়েবসাইট থাকা মানে গ্রাহকের বিশ্বস্ততা অর্জন করা। প্রতারণার শিকার না হতে চাইলে আপনি ওয়েবসাইট থেকে মেডিসিন অর্ডার করুন। তবে ওয়েবসাইট এর থেকে অ্যাপস এ মেডিসিন অর্ডার করা আরও সহজ। ওয়েবসাইট থেকে মেডিসিন অর্ডার করতে চাইলে ক্লিক করুন এখানে। এবার নিচে স্ক্রল করে দেখুন শত শত ঔষধের লিস্ট সেখানে দেওয়া আছে। আপনার প্রয়োজনীয় ঔষধ পেতে সার্চ বারে সার্চ করুন। যে ঔষধটি কিনবেন সেটায় ক্লিক করুন। দেখবেন নিচে লেখা আছে “Add to cart” কার্টে যোগ করুন যতগুলো ঔষধ লাগবে। এবার হোম ডেলিভারি পেতে ঠিকানা দিয়ে পরবর্তী ধাপে এগিয়ে যান।
রিভিউ এবং লাইসেন্স
বর্তমানে অনলাইন কেনাকাটায় সবচেয়ে সুবিধা হলো রিভিউ অপশন। কোনো পন্য কেনার আগে অবশ্যই রিভিউ দেখে কেনা উচিৎ। কোনো প্রতিষ্ঠান যা ক্লেইম করে আসলেই তারা তা রাখতে পারে কিনা সেটা সরাসরি গ্রাহকের কাছ থেকে জানার একমাত্র উপায় হলো রিভিউ। আপনি স্পেসিফিক কোনো প্রোডাক্ট কিংবা ঔষধ কেনার আগে সেই প্রোডাক্ট এর রিভিউ দেখে নিবেন। এতে আপনার বুঝতে সুবিধা হবে ঔ প্রোডাক্টটি আপনার স্যুট করবে কিনা।
অনলাইন কেনাকাটায় যেহেতু বরাবরই প্রতারণার প্রশ্ন ওঠে তাই আপনি যে প্রতিষ্ঠান থেকে পারচেজ করুন না কেনো সেই প্রতিষ্ঠানের কোনো ট্রেড লাইসেন্স করা আছে কিনা তা দেখে নিন। পাইকারি কেনাকাটায় শতভাগ নিশ্চিত করতে পারে এই লাইসেন্স। তাই প্রতারণার শিকার না হয়ে দেখে, বুঝে প্রোডাক্ট পারচেজ করুন।
স্কিন কেয়ার থেকে হেয়ার কেয়ার, গ্রোসারি আইটেম থেকে মেডিসিন এমনকি মেকাপ আইটেম, পেট ফুড, পেট টয় কি নেই আরোগ্যতে! গ্রাহকের সন্তুষ্টি এবং বিশ্বস্ততা অর্জন করাই আমাদের একমাত্র লক্ষ্য। তাই যেকোনো কেনাকাটায় আমাদের সাথেই থাকুন। হ্যাপি শপিং!