অভিভাবকের অনুমতিপত্র খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরণের চাকরির আবেদনের ক্ষেত্রে।
এই ব্লগে অভিভাবকের সম্মতিপত্র লেখার নিয়ম সহ, PDF ও Word file download করতে
পারবেন। এই Doc ফাইল ব্যবহার করে বাংলাদেশ পুলিশ, নৌবাহিনী, সেনাবাহিনী, বিজিবি,
আনসার এর চাকরির জন্য ব্যবহার করতে পারবেন।
আপনাদের সুবিধার্থে word file এর পাশাপাশি PDF ফাইলও ডাউনলোড করতে পারবেন। আপনি
চাইলে এই ফাইলটি নমুনা হিসেবে ব্যবহার করে আপনার নিজের মতো করে লিখতে পারবেন।
অভিভাবকের সম্মতিপত্র PDF & Word file Download
আপনি এখান থেকে আলাদা আলাদা ভাবে PDF বা Word File ডাউনলোড করতে পারবেন।
PDF file Download করার পর প্রিন্ট করলেই ফরমপূরন করলেই অভিভাবকের অনুমতিপত্র তৈরি
হয়ে যাবে।
যদি চান যে আপনার নিজের তথ্য হাতে না লিখে সরাসরি টাইপ করে প্রিন্ট করবেন তাহলে
Word file ডাউনলোড করে MicroSoft Word বা Google Doc দিয়ে এডিট করে আপনার নিজের
তথ্য বসিয়ে নিতে পারবেন।
কি কি ক্ষেত্রে ব্যবহার করা যাবে
যদি কোনো প্রতিষ্ঠানে অভিভাবকের অনুমতিপত্র দাবি করে, তবে সেক্ষেত্রেও এই ফাইল গুলো ব্যবহার করতে পারবেন।
- বাংলাদেশ পুলিশ
- বাংলাদেশ নৌবাহিনী
- বাংলাদেশ সেনাবাহিনী
- বিজিবি
- অন্যান্য
ফাইল সংক্রান্ত তথ্য
- ফাইলটি Microsoft Word বা Google Docs এ ব্যবহার করতে পারবেন
- ফাইল এক্সটেইনশন: docx ও pdf
- ফন্ট: Noto Sans Bengali
- ফন্ট ভেঙ্গে যাওয়ার সমস্যা নাই।
- যেকোনো ভার্সনের সফটওয়ারে ব্যবহার করতে পারবেন
- ফন্ট সাইজ: ১৩ px
- কোথাও কোনো ওয়াটারমার্ক নেই।
- কোনো পাচওয়ার্ডের ঝামেলা নাই।
- আপনার নিজের ও ব্যবসায়িক যেকোনো কাজে এই ফাইল ব্যবহার করতে পারবেন।
নিচে অভিভাবকের সম্মতিপত্রের নমুনা ফরম দেওয়া হলো যাতে আপনার ফাইল তৈরি করতে সুবিধা হয়।
অভিভাবকের সম্মতিপত্র লেখার নিয়ম
সম্মতিপত্র লেখার জন্য নিচের মাধ্যম গুলো অণুসরন করুন।
- নিচে থেকে Word File Download করে নিন যদি কাগজে লিখতে চান তবে PDF ফাইলটি ডাউনলোড করে নিন।
- প্রথমে পিতার নাম
- এবার পিতার পিতার নাম
- এরপর ইউনিউয়ন, ডাকঘর, উপজেলা, জেলা
- প্রার্থীর নাম
- বাহিনীর নাম ও পদের নাম
- সর্বশেষ অভিভাবকের স্বাক্ষর নিয়ে জমা দিতে পারবেন।
ফাইল ডাউনলোড করতে অথবা সম্মতিপত্র সংক্রান্ত যেকোনো পরামর্শ বা অভিযোগ জানাতে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা যতদ্রুত সম্ভব আপনার অভিযোগ ও পরামর্শ নিয়ে কাজ করার চেস্টা করবো। আমরা চাই আপনারা উইকিজানার মাধ্যমে সুন্দর সেবা পেতে পারেন।