Git Commit করার আসল উদ্দেশ্য থাকে সেভ করা অর্থাৎ আপনি আপনার লাস্ট চেন্জকে আপনি
সেভ করতে চান যে আপনার কাজ শেষ, আপনি সেভ করতে চান লোকাল রিপোজিটরিতে।
আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। 🥰 আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের Topic এ আপনাকে স্বাগত! উইকিজানা ব্লগে প্রযুক্তিগত আপডেট থাকতে গুগল নিউজে ★ Follow করুন।
Git Commit করার সুবিধা
Git commit করার আসল উদ্দেশ্য হলো রিমোট সার্ভারের রিপোজিটরিতে পাঠানোর আগে
লোকাল সার্ভারের রিপোজিটরিতে সেভ করা যা গিটের ভাষায় Commit বলা হয়।
তারপরে আপনার সিদ্ধান্ত যদি ফাইনাল হয় তবেই লোকাল রিপোজিটরি থেকে রিমোট
রিপোজিটরিতে পাঠাবেন।
আরো কিছু সুবিধা রয়েছে Commit করারঃ
- বাগ ট্রাকিং
- কোড অর্গানাইজ করা
- রোল ব্যাক করার সুবিধা
- কনফ্লিক্ট সমাধান করা
- ভার্সন কন্ট্রোল সহ আরো কিছু
Git Commit যেভাবে কাজ করে |
Git Commit করার উপায়
আপনার লাস্ট চেন্জেস যখন লোকাল রিপোজিটরিতে Commit বা সেভ করতে চাইবেন তখন নিচের
মাধ্যমে আপনি কমিট করতে পারবেন।
Git Commit করার আগে সবচেয়ে ভালো প্রাকটিস হলো,
Git Status
চেক করা। যাতে আপনি বুঝতে পারেন আপনার ফাইলের বর্তমান অবস্থা।
Commit করার সাধারণ নিয়ম
যখন আপনি Git Commit করতে চাইবেন তখন খুব সহজেই নিচের কমান্ডের মাধ্যমে গিট কমিট
করতে পারবেন।
git add .
তবে এই রকম সাধারণত করা ঠিক না। তবে সবচেয়ে ভালো মাধ্যম হলো সাথে ম্যাসেজ যুক্ত
করে দেওয়া যার কারণে পরে আপনার বুঝতে সুবিধা হবে এবং এরর হ্যান্ডেলিং বা বাগ
ফিক্সিং এর সময় কাজে লাগবে।
Commit করুন ম্যাসেজ সহ
ম্যাসেজ সহ যখন কমিট করার কারণে পরবর্তীতে আপনার কোড গুলো বুঝতে সুবিধা হবে,
প্রতিটা চেন্জ করার কারণ উল্লেখ করার কারণে।
git commit -m "Your commit message here"
পূর্ববর্তী ব্লগ গুলোতে গিট সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে, ওই গুলো পড়লে আপনি আরো সহজে পুরো বিষয় গুলো বুঝতে পারবেন।
গিট সম্পর্কে আরো পড়ুনঃ
- Git branch, List, Switch ও Merge করার উপায়
- Git Remove করার উপায় - লোকাল স্টোরেজের ফাইল সহ ও বাদে
- Git Commit করার উপায় - Git Commit of good practice
- Git add & reset করার সহজ উপায়
- গিট Installation, init, status & clone কিভাবে করবেন ও কিভাবে কাজ করে
- Git Architecture: গিট কিভাবে কাজ করে
- গিট ও গিটহাব কি কিভাবে কাজ করে ও পার্থক্য কি কি?
এই ব্লগটি যদি আপনার কাজে লেগে থাকে বা আপনার উপকারে আসে তবেই আমাদের স্বার্থকতা।
আপনাদের জানার চাহিদা মেটাতেই আমরা ব্লগিং করে থাকি।
পরিচিত কাউকে এই তথ্য জানাতে শেয়ার করুন। উইকিজানা ব্লগে
ফ্রীল্যান্সিং,
এডুকেশন ও তথ্যমূলক ব্লগ প্রচার করে থাকে। আরো বিভিন্ন জনপ্রিয় ব্লগ পড়তে নিচে স্ক্রল করুন।