ফেসবুকে বিজনেস করতে বুস্ট করা গুরুত্বপূর্ণ। বুস্ট করতে প্রয়োজন ভিসা কার্ড যা
আমাদের সবার থাকেনা।ভিসা কার্ড তৈরি করাটাও কঠিন। আমরা দেখবো বিকাশের
মাধ্যমে কিভাবে ভিসা কার্ড দিয়ে বুস্ট করতে হয়।
বুস্টিং করতে ভিসা কার্ড কেন
ফেসবুক বুস্টিং করতে ভিসা ডুয়েল কারেন্সি ভিসা কার্ড খুব গুরুত্বপূর্ণ কারন
ফেসবুক বাইরের দেশের কোম্পানি। ফেসবুকের বাংলাদেশের কোনো অফিসিয়াল অফিস নাই।
ফেসবুকের এডভার্টাইজমেন্ট খরচ গুলো বাইরের দেশে টাকা পাঠানো বা কেনাকাটার মতো খরচ
করতে হবে। বাইরের দেশে অর্থ পাঠাতে বাংলাদেশি কারেন্সিতে পাঠাতে পারবেন না।
আপনাকে টাকা পাঠাতে হবে Dollar কারেন্সিতে। তাই আপনার প্রয়োজন USD & BDT
কারেন্সি সাপোর্টেড ভিসা বা মাস্টার কার্ড।
ভিসা কার্ড দিয়ে ফেসবুক বুস্ট
নিজের যদি ভিসা কার্ড না থাকে। ভিসা কার্ড দিয়ে ফেসবুক বুস্ট করতে, আপনি খুব
সহজেই বিভিন্ন এজেন্সি দিয়ে বিকাশের মাধ্যমে করাতে পারবেন।
যদি আপনার নিজের ভিসা কার্ড থাকে তবে আপনার নিজের ভিসা কার্ডটি আপনার একাউন্টের
সাথে যুক্ত করে ফেসবুক ক্যাম্পেইন চালু করতে পারবেন। ভিসা কার্ড করাটা অনেকটাই
ঝামেলার ব্যাপার এইটা ডুয়েল কারেন্সি করতে আপনার প্রয়োজন হবে , পাসপোর্ট করা। যা
অনেকের কাছে খুবই ঝামেলার মনে হবে।
এজেন্সি দিয়ে বুস্টিং
ফেসবুক বুস্টিং করানোর জন্য ভালো এজেন্সির মাধ্যমে বুস্টিং করানোটা গুরুত্বপূর্ণ।
নয়তো আপনার ডলার বা টাকা খরচ হতে থাকবে আপনার বিজনেস এর অগ্রগতি হবেনা। আপনি শুধু
লস করবেন।
আপনি যদি বিশ্বস্থ ফেসবুক এক্সপার্ট এর সাথে বুস্টিং করাতে চান। তবে নিচের
ওয়েবসাইট থেকেও বুস্টিং সার্ভিস নিতে পারবেন। এই ওয়েবসাইট দিয়ে বিকাশে
পেমেন্ট করলেই এজিন্সি তাদের VISA কার্ড দিয়ে বুস্ট ক্যাম্পেইন চালু করে দিবেন।
Meta Boosting Service
ওয়েবসাইটের মাধ্যমে বুস্টিং করাতে পারবেন।
আপনি তাদের সাথে মোবাইল ফোনে বা ইমেইল হোয়াটসএপে কথা বলতে পারবেন।
Mobile: 01645491118 (WhatsApp)
Email:
[email protected]
রিয়েল ডলার দিয়ে বুস্টিং
রিয়েল ডলার দিয়ে বুস্টিং কথাটা এখন প্রায়ই শুনা যায়, কারন কিছু অসাধু ব্যাক্তি বা
প্রতিষ্ঠান তারা ফেক কার্ড বা বিভিন্ন মেথড ব্যবহার করে ফেসবুকে এড চালু করে।
পরে ফেসবুকের টাকা তারা পে করেনা। যার কারণে ফেসবুক এড একাউন্ট সহ যেসকল পেজে
এইভাবে এড দেওয়া হয়েছে। তাদের ডিসএবল করে দেয়।
তাই নিশ্চিত হয়ে নিবেন যার দিয়ে বুস্টিং করাচ্ছেন সে রিয়েল ডলার দিয়ে বুস্টিং করে
কিনা।
ফেসবুকে আমরা প্রতিনিয়ত যে পেমেন্ট গুলো করি তার কিছু প্রুফ নিচে দেওয়া হলোঃ
![]() |
আমরা প্রায় প্রতিদিন ফেসবুকের বিল পরিশোধ করি |
![]() |
তাই শত ভাগ নিশ্চিতে আমাদের দ্বারা বুস্টিং করাতে উপরের তথ্য গুলো দিয়ে যোগাযোগ করতে পারেন।
আপনাদের আরো সুবিধার্থে এই ভিডিও টি দেখতে পারেন। তাহলে আরো অনেক কিছু জানতে
পারবেন। এই ভিডিওটি তৈরি করেছেন আমাদের সবার প্রিয়, Saifur Rahman Azim ভাই।
এই ব্লগটি যদি আপনার কাজে লেগে থাকে বা আপনার উপকারে আসে তবেই আমাদের
স্বার্থকতা। আপনাদের জানার চাহিদা মেটাতেই আমরা ব্লগিং করে থাকি।
পরিচিত কাউকে এই তথ্য জানাতে শেয়ার করুন। উইকিজানা ব্লগে
ফ্রীল্যান্সিং, এডুকেশন ও তথ্যমূলক ব্লগ প্রচার করে থাকে। আরো বিভিন্ন জনপ্রিয় ব্লগ পড়তে নিচে স্ক্রল করুন।