বাংলাদেশ নদীমাতৃক দেশ। শত শত নদীর ভিড়ে নদী সম্পর্কে অনেক তথ্য আমাদের জানা প্রয়োজন।তাই আমরা আজকে জানবো বাংলাদেশের সবচেয়ে ছোট নদীর নাম কি, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি ও বাংলাদেশের জাতীয় নদী কোনটি। তাছাড়াও জানবো বিশ্বের সবচেয়ে ছোট নদী কোনটি। এই সকল বিষয়ে জানতে পুরো ব্লগটি পড়তে থাকুন।
আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। 🥰 আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের Topic এ আপনাকে স্বাগত! উইকিজানা ব্লগে প্রযুক্তিগত আপডেট থাকতে গুগল নিউজে ★ Followকরুন।
বাংলাদেশের সবচেয়ে ছোট নদী
বাংলাদেশে রয়েছে ছোট বড় সর্বমোট ৭০০ এর অধিক নদী (শিশু বিশ্বকোষ) । তবে বাংলাদেশের সবচেয়ে ছোট নদী সম্পর্কে যতটুকু জানা যায় তাহলো, নদী টি তেঁতুলিয়াতে অবস্থিত যার দৈর্ঘ্য ৪ কিঃমি। বাংলাদেশের সবচেয়ে ছোট নদীর নামটি হলো, ”গোবরা” নদী।
|
গোবরা নদী (ছবিঃ সাম্প্রতিক দেশকাল ) |
গোবরা নদী বাংলাদেশ ও ভারতের সীমান্ত নদী। বিভিন্ন কারণে নদীটি দূষন হতে শুরু করেছে। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের সবচেয়ে ছোট নদী হিসেবে পরিচয় দেওয়া নদীটি আর খুঁজে পাওয়া যাবেনা।
গোবরা নদী কোথায় অবস্থিত
গোবরা নদী বাংলাদেশের পঞ্চগড় জেলায় অবস্থিত ও ভারতের দার্জিলিং জেলায় অবিস্থত।
গোবরা নদীটি বাংলাদেশ ও ভারত এর সংযোগযুক্ত নদী। তেতুলিয়া থেকে শুরু হয়ে
দার্জিলিং এ শেষ হয়েছে এই গোবরা নদীটি।
বাংলাদেশের সবচেয়ে ছোট নদীর নাম জানার পর অবশ্যই জানতে মন চায় বাংলাদেশের সবচেয়ে
দীর্ঘতম নদী কোনটি। তাহলে জেনে নিই দীর্ঘতম নদী সম্পর্কে।
বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী
বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম হলো, ”সুরমা” নদী। এই সুরমা নদী ৩৯৯
কিলোমিটার বিস্তৃত। সুরমা নদী উত্তর ও পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট সুনামগঞ্জে
অবস্থিত। সুরমা নদীও আন্তঃসীমান্ত নদী। ভারতের অসম রাজ্য ও বাংলাদেশের সিলেট
সুনামগঞ্জ সুরমা নদীর অবস্থান।
|
সুরমা নদী (ছবিঃ সুনামগঞ্জ গভ. বিডি) |
সুরমা নদীর উৎস বরাক নদী ও মোহনা রয়েছে বাউলাই নদী। এই সুরমা নদী বাংলাদেশের
প্রধান নদীর মধ্যে অন্যতম।
বাংলাদেশের জাতীয় নদী কোনটি
বাংলাদেশের জাতীয় নদী হলো যমুনা নদী। যমুনা নদীর দৈর্ঘ্য ৫০ কিলোমিটার। এই
যমুনা নদীর উৎস ব্রক্ষ্মপুত্র ও মোহনা পদ্মা। যমুনা নদীটি টাঙ্গাইল, সিরাজগঞ্জ,
পাবনা ও গাইবান্ধা জেলা নিয়ে বিস্তৃত।
বিশ্বের সবচেয়ে ছোট নদী কোনটি
বিশ্বের সবচেয়ে ছোট নদীর নাম রো নদী। এই রো নদীর দৈর্ঘ্য ২০১ ফুট। রো নদীকেই
বিশ্বের সবচেয়ে ছোট নদী বলা হয়। রো নদী দেখতে নিচের ভিডিও টি দেখতে পারেন।
আশা করি, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি?, বাংলাদেশের জাতীয় নদী কোনটি? ও বাংলাদেশের জাতীয় নদী কোনটি? এই সকল প্রশ্নের উত্তর জানতে ও বুঝতে পেরেছেন এবং বিশ্বের সবচেয়ে ছোট নদী কোনটি এই সম্পর্কেও বিস্তারিত জেনেছেন।
এই ব্লগটি যদি আপনার কাজে লেগে থাকে বা আপনার উপকারে আসে তবেই আমাদের
স্বার্থকতা। আপনাদের জানার চাহিদা মেটাতেই আমরা ব্লগিং করে থাকি।
পরিচিত কাউকে এই তথ্য জানাতে শেয়ার করুন। উইকিজানা ব্লগে
ফ্রীল্যান্সিং, এডুকেশন ও তথ্যমূলক ব্লগ প্রচার করে থাকে। আরো বিভিন্ন জনপ্রিয় ব্লগ পড়তে নিচে স্ক্রল
করুন।