![]() |
মৌজা কিভাবে বের করবো |
মৌজা সম্পর্কে অনেকেই ভুল জেনে থাকে। অনেকেই নিজেদের মৌজা নম্বর জানেনা। যারা মৌজা সম্পর্কে ও মৌজা নম্বর সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে পুরো ব্লগটি পড়তে থাকুন। তাহলে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। ইনশাআল্লাহ।
আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। 🥰 আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের Topic এ আপনাকে স্বাগত! উইকিজানা ব্লগে প্রযুক্তিগত আপডেট থাকতে গুগল নিউজে ★ Followকরুন।
মৌজা কিভাবে বের করবো
মৌজা ও গ্রাম একই বিষয়। আপনার গ্রামই মৌজা। তাই এইটা কোনো চিন্তা করার প্রয়োজন নাই। তবে মৌজা নম্বর জানার প্রয়োজন আছে। যা আমরা অনেকেই জানিনা। তাহলে আমরা এখন জানবো কিভাবে আমাদের মৌজা নম্বরটি জানতে পারি।মৌজা নং কিভাবে বের করবো?
মৌজা নং বের করার জন্য আপনাকে নিচের কিছু স্টেপ অনুসরণ করতে হবে। তাহলেই আপনি
খুব সহজেই আপনার মৌজা বা JL নম্বর জানতে পারবেন। এই জেএল নম্বর জমিজমা এর
বিভিন্ন কাজে প্রয়োজন হয়।
প্রথমে আপনাকে মৌজা নম্বর বের করার জন্য প্রবেশ করতে হবে। নিচের দেওয়া লিংকে।
(লিংকে যাওয়ার আগে পুরো পোস্টটি পড়ে নিন তাহলে প্রবেশ করেই খুব সহজে বুজতে
পারবেন )
- বিভাগ থেকে আপনি আপনার বিভাগ সিলেক্ট করুন।
- তারপর আপনার জেলা সিলেক্ট করুন।
- তারপর আর এস সিলেক্ট করুন
- তারপর আপনার উপজেলা সিলেক্ট করুন।
- তারপর আপনার গ্রাম এর নাম খুজতে থাকুন।
আপনি যখন আপনার গ্রামের নাম খুঁজে পাবেন তখন দেখতে পারবেন আপনার গ্রাম বা
মৌজা নাম এর পাশে একটা নম্বর ওই নম্বরটিই আপনার মৌজা নম্বর বা জেএল নম্বর।
যদিও উপরের মাধ্যমটির মাধ্যমে আমরা খতিয়ান আবেদন করে থাকি। তবুও মৌজা নং
জানার জন্য এইখান থেকে আমরা খুব সহজেই জানতে পারবো।
যদি সরকার কতৃক কোনো ওয়েবসাইটে শুধু মৌজা লিস্ট দিয়ে দিতো তবে
আমাদের েএই মাধ্যমে মৌজা নং বের করা লাগতো না। আরো খুব সহজে মৌজা নম্বর
বের করা যেত।
আপনি যদি মৌজা ম্যাপ বের করতে চান আর যদি না জানেন কিভাবে মৌজা ম্যাপ বের
করতে হয় তবে নিচের লিংকে ক্লিক করে জেনে নিন। আশা করি আপনার কাজ সহজ হবে।
মৌজা ম্যাপ কিভাবে বের করবো
মৌজা কিভাবে বের করবো এই বিষয়ে তেমন কোনো আর্টিকেল না থাকার কারনে এই ব্লগটি
লেখা হয়েছে। তাই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাজে লেগেছে কিনা।
তাহলে এমন আরো গুরুত্বপূর্ণ ব্লগ লিখতে উৎসাহ পেয়ে থাকি।
এই ব্লগটি যদি আপনার কাজে লেগে থাকে বা আপনার উপকারে আসে তবেই আমাদের
স্বার্থকতা। আপনাদের জানার চাহিদা মেটাতেই আমরা ব্লগিং করে থাকি।
পরিচিত কাউকে এই তথ্য জানাতে শেয়ার করুন। উইকিজানা ব্লগে
ফ্রীল্যান্সিং, এডুকেশন ও তথ্যমূলক ব্লগ প্রচার করে থাকে। আরো বিভিন্ন জনপ্রিয় ব্লগ পড়তে নিচে স্ক্রল করুন।