কল রেকর্ড বের করার করার নিয়ম অনেক ক্ষেত্রে জানার প্রয়োজন হয়। আমরা যখন পরিচিত
কাউকে সন্দেহ করি তখন আমরা বুঝতে পারিনা সত্তিই কোনো ঘটনা ঘটতে যাচ্ছে কিনা তবে
কল রেকর্ডটা পেলে আপনি খুব সহজেই বুঝতেই পারবেন আগাম সতর্ক হতে পারবেন। আপনি
চাইলে নিজের কল রেকর্ড বের করার নিয়ম হিসেবেও কাজে লাগাতে পারেন।
কল রেকর্ড বের করার নিয়ম
যখন আপনার কেউ কোনো অপরাধের সাথে জরিত হয়ে যাবে তখন কোনো কিছুই করার থাকেনা। নিজের পরিবারের স্ত্রী ছেলে মেয়েদের দিকে খেয়াল করা আগের তুলনায় অনেক কঠিন হয়ে গেছে। কারন মোবাইলের মাধ্যমে সকল যোগাযোগ চলে যার কারনে কেউ টেরই পায়না তারা কি ঘটনার সূচনা করতে যাচ্ছে।
আপনার পরিবারের দিকে নজর রাখতেও কল রেকর্ড বের করাটা আপনার জন্য খুব দরকার। আপনি
যদি কোনো ঘটনার আগেই যদি জানতে পারেন যে কি ঘটতে যাচ্ছে তবে আপনি অনেক বড় বিপদ
থেকে বেঁচে যেতে পারবেন।
কিভাবে কল রেকর্ড বের করবো
কল রেকর্ড বের করার জন্য নিচের ডাউনলোড বাটন থেকে আগে Automatic Call
Recorder টা ডাউনলোড করে নিন৷ ডাউণলোড করে আপনার যার কল রেকর্ড শুনতে চান তার
ফোনে ইনস্টল করে নিন।
ইনস্টল করার পর একটা আপনার যেকোনো জিমেইল আপনি ওই ফোনে লগইন করে নিন।
এবার Automatic Call Recorder এপসে প্রবেশ করুন এবার More থেকে Cloud Account এ
চাপ দিন।
তারপর আপনার মেইল দিয়ে টা সিলেক্ট এরে এলো করুন।
এবার যখনই সে কথা বলবে তখনই আপনার Google Drive এ উনার কল রেকর্ড চলে আসবে। এবার
আপনি আপনার জিমেইল একাউন্ট আপনার ফোনে লগইন করুন। তাগলে সে কথা বললেই আপনি তার সকল
রেকর্ড পেয়ে যাবেন। এইটা একটা কল রেকর্ড বের করার নিয়ম।
Automatic Call Recorder - Direct download
APP
.apk
নিজের কল রেকর্ড বের করার নিয়ম
নিজের রেকর্ড বের করার নিয়ম জেনে আপনার নিজের তথ্য গুলো যদি যাচাই করতে চান বা আপনার নিজের কোনো তথ্য হারিয়ে যায় তবে এই মেথড টা কাজে লাগাতে পারবেন।
নিজের কল রেকর্ড বের করার জন্য আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো, আপনি যে কম্পানির সিম ব্যবহার করেন ওই কম্পানির যে মোবাইল এপস আছে তা ডাউনলোড করুন। ডাউনলোড করার পর সঠিক নিয়মে রেজিস্টার বা লগইন করুন।
এপসে প্রবেশ করলেই আপনি যে সিম ব্যবহার করে আপনি লগইন করেছেন ওই সিমের সকল প্রকার কল লিস্টেড রেকর্ড পেয়ে যাবেন। ওখান থেকে আপনার হারিয়ে যাওয়া নম্বর বা বিস্তারিত তথ্য খুঁজে পাবেন।
গ্রামীন সিমের কল রেকর্ড বের করার নিয়ম
কল রেকর্ড বের করার অনেক নিয়ম থাকার মাধ্যম থাকতেও নির্দিষ্ট কোনো সিমের তথ্য বের করার প্রয়োজন হয়, যেমন আপনি যদি গ্রামিনফোন সিমের কল রেকর্ড বের করতে চান তবে নিচের নিয়ম অনুসরণ করতে পারেন।
প্রথমে আপনি প্লেস্টোর থেকে গ্রামিনফোন এর MyGP এপস ডাউনলোড করুন। তারপর আপনি যে নম্বরের রেকর্ড বের করতে চান ওই নম্বর দিয়ে লগইন করুন। তাহলেই দেখতে পারবেন আপনার কল লিস্ট রেকর্ড।
রবি সিমের কল রেকর্ড বের করার নিয়ম
রবি সিমের কল রেকর্ড বের করার জন্য প্লেস্টোর থেকে MyRobi এপস ডাউনলোড করুন। তারপর আপনার রবি সিমের নম্বর নিয়ে লগইন করুন তাহলেই আপনার রবি সিমের কল রেকর্ড বের করতে পারবেন।
বাংলালিংক, এয়ারটেল, টেলিটক সিমের কল রেকর্ড বের করার নিয়ম
কল রেকর্ড বের করার নিয়ম প্রতিটা সিমে একই রকম। তাই আপনি যদি বাংলালিংক ইউজার হোন তবে আপনি প্লেস্টোর থেকে MyBL এপস ডাউনলোড করুন। আপনি যদি এয়ারটেল সিম ইউজার হোন তবে প্লেস্টোর থেকে My Airtel এপস ইনস্টল করুন, টেলিটক ব্যবহার কারী হলে, My Teletalk এপস ডাউনলোড করুন। তারপর নিয়ম মেনে লগইন করেই আপনার কল লিস্ট রেকর্ড দেখতে পারবেন।
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।