Summary: আপনার সাইটে এডসেন্স এর এড জায়গা ফাঁকা থাকে। দেখতে খারাপ লাগে? তাহলে বসিয়ে নিন এই কোডটি।
এডসেন্স এর কোড Unshowing স্পেস বন্ধ করা
<style> ins.adsbygoogle[data-ad-status='unfilled'] { display: none !important; } </style>
ins.adsbygoogle[data-ad-status='unfilled'] { display: none !important; }
তাছাড়াও যদি কাস্টম কোডে বসানোর দরকা পড়ে তবে সিএসএস টুকু কপি করে বসালেই হবে।
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।
এই কোড ব্যবহার করলে এডসেন্স এ কোনো সমস্যা হবে কি?
না। এই কোড এডসেন্স এ কোনো সমস্যা হবেনা। বরং আপনার ভিজিটরেরা আগের থেকে ভালো অভিজ্ঞতা পাবে।
সব ধরণের ওয়েবসাইটে এই কোড ব্যবহার করা যাবে?
জ্বি আপনি সব ধরণের ওয়েবসাইটে এই কোড ব্যবহার করতে পারবেন, কারন এই কোড শুধু মাত্র সিএসএস দিয়ে করা। এই সিএসএস টি আপনি যে কোনো ধরণের ওয়েবসাইটেই ব্যবহার করতে পারবেন।
এই কোড ব্যবহার করলে ওয়েবসাইট স্লো হবে কি?
না। এই কোড আপনার সাইটে নতুন কিছুই যুক্ত করেনা। আরো এড সো না করলে তার ফাঁকা জায়গা রিমুভ করে যার কারণে আপনার সাইট আরো ফাস্ট হতে পারে।