আজকে আপনাদের দেখাবো
হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়। অনেকেই নিজের আইডি হারিয়ে
ফেলেন।পাচওয়ার্ড ভুলে যাওয়ার পর সেই আইডি কোনো ভাবেই খুজে পান না তারা কি করবেন।
তাই যারা নিজের আইডি বা যে কোনো ফেসবুক একাউন্ট হারিয়ে গেছে এবং খুজে পাচ্ছেন না
তারা এই পুরো আর্টিকেল টি পড়ুন আশা করি আপনার উপকারে আসবে এবং আপনার হারানো
ফেসবুক আইডি ফিরে পাবেন।
হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়
আপনি যখন দেখেন যে আপনার আইডিতে ঢুকতে পারছেন না এবং পাচওয়ার্ড মনে হচ্ছে ঠিকই
দিচ্ছেন তবুও ঢুকেনা।
তখন ভেবে নিবেন এখানে অন্য কোনো সমস্যা। আপনার একাউন্টের ফোন নম্বর বা ইমেইল এ
সমস্যা।
কি কি কারণে ফেসবুক আইডি হারিয়ে যায়
আপনার ফেসবুক একাউন্ট যদি আপনি অনেকদিন পর লগইন করেন তবে অনেক ক্ষেত্রে এমন
সমস্যা দেখা দিতে পারে।
তাছাড়াও কিছু কারনে আপনার ফেসবুক আইডি হারিয়ে যেতে পারে যেমন,
- আপনার একই নম্বর দিয়ে একাধিক ফেসবুক একাউন্ট খুললে।
- আপনার একটা ইমেইল অনেক ফেসবুক একাউন্টে যুক্ত করলে।
- আপনার ফেসবুক একাউন্ট অন্য অনেক ফোনে লগইন থাকলে।
- অনেকদিন যদি একাউন্ট ব্যবহার না করা হয়
- একই মোবাইল বা পিসিতে অনেক ফেসবুক আইডি লগইন থাকলে।
উপরের এই কাজ গুলো কখনই করবেন না।তবে অল্প কিছু ক্ষেত্রে যদি এমনটা করা লাগে
তবে সতর্কতার সাথে আবার পুনরায় ঠিক করে নিবেন।
যদি একই নম্বর একাধিক ফেসবুক একাউন্টে এড করে ফেলেন তবে অবশ্যই খুব দ্রুত একটা
আলাদা নম্বর যুক্ত করে নিবেন তবে খেয়াল রাখবেন যে ওই নম্বরে যেন আবার অন্য
একাউন্ট না থাকে।
এক কথায় এক নম্বর বা এক ইমেইল একটা ফেসবুক একাউন্টে ব্যবহার করবেন।
কখনো একই ফোন নম্বর বা ইমেইল দিয়ে একাধিক একাউন্ট চালানোর চেস্টা করবেন না। যদিও
অনেকে মনে করে একাউন্ট যখন খুলা যাচ্ছে তবে সমস্যা কি দুই একাউন্টই চালাইতে
থাকি। এটাই ভুল করবেন।।
একই মোবাইল নম্বর বা ফোন নম্বর অথবা ইমেইল ব্যবহার করে ফেসবুক একাউন্ট
চালাইলে যেকোনো সময় আপনার যেকোরো ফেসবুক আইডি হারিয়ে যেতে পারে।
কিভাবে ফিরে পাবেন আপনার হারোনো আইডি
আমাদের যখন ফোন নম্বর অথবা ইমেইল সমস্যার কারনে ফেসবুক একাউন্ট হারিয়ে যায় তখন
আমাদের একটা পথ আছে।
তার জন্য আপনার ফেসবুক আইডির ইউজার নেম বের করতে হবে।
ইউজার নেম বের করা জন্য আপনার ফেসবুক একাউন্ট এর প্রোফাইল লিংক দরকার। ফেসবুক
একাউন্টের লিংক পেতে পারেন দুই ভাবে।
যদি ওই একাউন্ট লগইন থাকে তবে আপনি আপনার প্রোফাইল থেকে আপনার প্রোফাইল লিংক বের
করতে পারবেন।
আর যদি আপনার আইডি লগইন না থাকে তবে আপনি অন্য ফেসবুক আইডি এর মাধ্যমে
আপনার হারানো ফেসবুক একাউন্ট খুজে বের করে ওখান থেকে আপনি প্রোফাইল লিংক নিতে
পারবেন।
প্রোফাইল লিংক দুই রকম। একটাতে শুধু ইংরেজিতে নাম থাকে আরেকটাতে শুধু আইডি নম্বর
থাকে।
- https://facebook.com/webmaster.samrat
- https://facebook.com/100008069167954
উপরের যেকোনো রকম আপনার থাকতে পারে। তবে কোনো চিন্তা নাই।
আপনি facebook.com/ এর পরের লাল দেখানো অংশ টুকু কপি করে নিবেন।
এইটাই হলো আপনার ফোন নম্বর বা ইমেইল এর অল্টারনেটিভ উপায়।
দ্বিতীয় ধাপে আপনি ফেসবুক এ প্রবেশ করেন। তারপর যে বক্সে Phone Number বা ইমেইল
আইডি দিয়ে থাকেন ওই বক্সে লিংকের থেকে পাওয়া ইজারনেম টা বসান।
এবার যদি আপনার পাচওয়ার্ড মনে থাকে তা টাইপ করুন। লগইন করার চেস্টা করুন। লগইন
হয়ে যেতে পারে।
তবে আপনি যদি পাচওয়ার্ড ভুলে যান আর লগইন না হয় তবে আপনি ক্রোম ব্রাউজার এর
মাধ্যমে ফেসবুকে ঢুকে আপনার একাউন্ট ফরগেট করুন।
আর আইডি পাওয়া না গেলে আবার ফোন নম্বর বা ইমেইল এর বক্সে প্রোফাইল লিংক থেকে
পাওয়া ইউজার আইডি বা ইউজার নেম প্রবেশ করার মাধ্যমে ফরগেট করার চেস্টা করুন।
এই ভাবে চেস্টা করলে আপনার ইনভেলিড হওয়া বা হারানো ফেসবুক আইডি ফিরে পেতে
পারবেন।
ফেসবুক আইডি ফিরে পাওয়ার সবচেয়ে কার্যকারি উপায় এই মাধ্যমটি। তাছাড়া কোনো ভাবেই
আইডি খুজে পাওয়া যায়না সাধারণত।
যদি দেখেন যে আপনার আইডি হ্যাক হয়েছে। আপনার ফোন নম্বর বা কোনো ইমেইল ও আপনার
না। তবে আপনি নিচের লিংক থেকে টিউটোরিয়ালটা পড়ুন। ⬇
হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।