আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়াই ভালো আছি। আজকের নতুন টপিকে আপনাকে স্বাগতম! আজকে আপনাদের জানাবো ডিজিটাল মার্কেটিং শেখার উপায় বা ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখবো তার সকল উপায় নিয়ে।
ডিজিটাল মার্কেটিং শেখার উপায় বা কিভাবে শিখব
ডিজিটাল মার্কেটিং শেখা এখনকার সময়ে খুবই গুরুত্বপূর্ণ কারন এখন প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর ছোঁয়া লাগতে শুরু করেছে।
তাই আপনি যদি ডিজিটাল মার্কেটিং না শেখেন তাহলে আপনার ব্যবসাও আপনি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন না।
আর যদি আপনি ডিজিটাল মার্কেটিং এ অনেক ভালো বুঝেন তবে আপনি বিভিন্ন মার্কেটপ্লেসের মাধ্যমেও ফ্রিল্যান্সিং করতে পারবেন।
ডিজিটাল মার্কেটিং কিঃ
ডিজিটাল মার্কেটিং বলতে সাধারণত বুঝায়, মার্কেটিং করার জন্য ডিজিটাল মাধ্যম গুলোর ব্যবহার।আপনার প্রোডাক্ট বা সার্ভিস এর মার্কেটিং করার জন্য ডিজিটাল মাধ্যমে যা যা পদক্ষেপ নিবেন তা সবই ডিজিটাল মার্কেটিং হবে।
ডিজিটাল মার্কেটিং করার জন্য আপনি যত বেশি মার্কেটিং টুলস সম্পর্কে জানবেন আপনি তত সহজে মার্কেটিং করতে পারবেন।
ডিজিটাল মার্কেটিং শেখার কারন
ডিজিটাল মার্কেটিং শেখার বিভিন্ন উপায় আছে। চাইলে আপনি নিজেও শিখতে পারেন। ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আপনাকে নির্দিষ্ট কাজের উপর নির্ভর করে শেখা শুরু করা উচিৎ।কারন ডিজিটাল মার্কেটিং অনেক বড় সেক্টর যার কারনে আপনি যদি শেখা শুরু করেন আর যদি চান যে পুরো শিখবেন তা কখনোই হবেনা।
আসলে হতে হলে আপনি নিজেই উধাও হয়ে যাবেন, ওতদিন ধর্য ধরে কাজ শেখা খুবই কঠিন।
তাই একটা একটা করে কাজ শিখুন আর পারলে ওই কাজের চর্চা করতে থাকুন আর যদি পারেন তবে ওই কাজ দিয়েই ফ্রিল্যান্সিং শুরু করুন।
আপনি যে কাজই শিখতে চান না কেন আপনার আগে জানতে হবে কাজটা আপনি কেন শিখবেন। এই কাজ শিখে আপনার কি লাভ হতে পারে।
যে কাজ আপনি বুঝেন না , সেই কাজ করতে গেলে আপনি বুঝবেন ও না । পরে ফ্রিল্যান্সিং করাও যাবেনা।হয়তো দুই একটা কাজ করতে পারবেন তবে লাইফটাইম ইনকাম করতে পারবেন না।
তাই আগে বুঝে দেখুন যে আপনি মার্কেটিং বুঝেন কিনা। যদি মার্কেটিং বুঝে থাকেন তবেই আপনার ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করা উচিৎ।
ডিজিটাল মার্কেটিং শেখার উপায়
আপনি কোর্স এর মাধ্যমে অথবা ইউটিউব এর মাধ্যমে শিখতে পারবেন। আমি কিছু ইউটিউব চ্যানেলে লিস্ট এখানে দেওয়ার চেস্টা করবো এগুলোর ভিডিও দেখেও শিখতে পারবেন।তবে ইউটিউব ভিডিও দেখে শেখার জন্য আপনার অবশ্যই বেশি মনযোগি হতে হবে। এবং শেখার আগ্রহ প্রচুর পারিমানে থাকতে হবে।
নয়তো আপনি শিখতে পারবেন না।
আর যদি কোর্স কিনেন তবে আপনার অতটা খুজে খুজে শিখতে হবেনা।
তবে আমি রিকমান্ড করবো খুজে শিখার যদিও অনেক কস্ট হবে। তবে শেখাটা মুজবুত হবে।
নিচের ইউটিউব চ্যানেল গুলো খেয়াল করুনঃ
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো।
এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।