আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়াই ভালো আছি। আজকের নতুন টপিকে আপনাকে স্বাগতম! আজকে আপনাদের জানাবো ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট সম্পর্কে।
এই ব্লগ থেকে শুরু করে উইকিজানাতে এখন থেকে প্রতিনিয়ত ওয়েব সাইট সংক্রান্ত ছোট ছোট বিষয় জানানোর চেস্টা করবো যা আপনাদের অনেক হেল্প হবে।
ওয়েব ডিজাইন কি?
ওয়েব ডিজাইন হলো, ওয়েবসাইটের ডিজাইন মাত্র। একটি ওয়েবসাইটের কোথায় বাটন থাকবে, কোথায় সার্চবার থাকবে, কোথায় লোগো থাকবে, কি কালার হবে এবং ক্লায়েন্ট এর চাহিদা ও ওয়েব সাইট এর ধরণ এর উপর নির্ভর করে যে ডিজাইন করা হয় তাকে ওয়েব ডিজাইন বলে।
ওয়েব ডিজাইন শুধু ওয়েবসাইটের ফ্রন্টএন্ড এর কাজ মাত্র বা ওয়েব সাইটের যে অংশ গুলো ভিজিটর রা দেখতে পায় ওই গুলোই ওয়েব ডিজাইনের কাজ।
ওয়েব ডিজাইন এর জন্য আপনার ওয়েবসাইট ডিজাইন কেমন হয় কোন ওয়েবসাইটের ডিজাইন কেমন হওয়া উচিৎ এই সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা দরকার।
ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট ও বিস্তারিত
ওয়েব ডিজাইন শেখার ওয়েব সাইট নিয়ে আলোচনা করার আগে দরকার কিভাবে ওয়েব ডিজাইন শিখবো ও ইউটিউব দেখে ওয়েব ডিজাইন শেখা সম্ভব কিনা।
কিভাবে ওয়েব ডিজাইন শিখবো
ওয়েব ডিজাইন শেখার বিভিন্ন মাধ্যম রয়েছে, তবুও কিছু কিছু অধিক কার্যকারী মাধ্যম রয়েছে আর কিছু কিছু অল্প কার্যকারি মাধ্যম রয়েছে।ওয়েব ডিজাইন করতে হলে আপনাকে কোডিং করতে হবে, আর কোডিং গুলো আমাদের বুঝে বুঝে করতে হবে।
আর বুঝে বুঝে কোড করার জন্য বিভিন্ন ব্লগ পড়ে ও ওয়েবসাইটের মাধ্যমে শিখলে ভালো হয়।
ইউটিউব দেখে দেখে শেখা
যদিও ইউটিউব দেখেও শেখা যায় তবে সমস্যা হলো ইউটিউব এর মাধ্যমে শেখার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হয়। যেমন, সবার বুঝানো সবাই বুঝে না। আবার টিউটোরিয়াল দেখানোর সময় অনেকে বিস্তারিত বুঝায় না।
অনেকে আবার ভিডিও দেখতে দেখতে আর কোডিং করার ইচ্ছা রাখে না। মনে করতে থাকে আমিও পারবো তবে সে আর ট্রাই করেনা।
যার কারনে তার শেখা হয়না।
যদিও মনে হয় যে আমি পারবো তবে করতে গেলে আসলে অনেক সমস্যা হয়, আর সমস্যা হলেই বুঝে বুঝে শিখতে পারবেন।
আমি বলতেছিনা যে ইউটিউব দেখে শেখা যায়না! তবে অনেক ধরনের সমস্যা হয় তাই বলতেছিলাম।
তবে নির্দিষ্ট কোনো সমস্যা হলে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন।
ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট
বাংলাতে কিছু ওয়েব ডিজাইন শেখার ওয়েব সাইট আছে আরো ভালো ভাবে শেখার জন্য আছে বিভিন্ন ইংলিশ ওয়েব সাইট। আপনার শুবিধার্থে দুই ধরনের ওয়েব সাইটের লিংক গুলো দিয়ে দিছি।
সর্বপ্রথম আপনার বাংলা দিয়ে শুরু করা উচিৎ হবে, কারন দ্রুতই আপনি বুঝতে শুরু করবেন। তবে আরো ভালো ভাবে শেখার জন্য পরে আপনি ইংলিশ ওয়েব সাইট গুলোর মাধ্যমে শিখতে হবে।
বাংলা ওয়েব সাইট গুলোতে তথ্য কম থাকে। আর অনেক সময় দেখা যায় অনেক তথ্য আপডেট করা হয়না। তাই বেসিক জানা বুঝার পর আপনি ইংলিশ সাইট গুলো দেখবেন।
তাই বলে আমি বলতেছিনা যে বাংলা ওয়েবসাইট খারাপ। তারপরও আপনার যেমন শিখতে ভালো লাগে আপনি শুরু করতে পারেন।
ওয়েব ডিজাইন শেখার ওয়েব সাইটঃ
- W3Schools English
- Freemium WIKI Bangla
- SATT Academy Bangla
- WebcoachBD Bangla
- CSS tricks English
এখানে প্রদত্ত সকল ওয়েব সাইট গুলো থেকে হেল্প নিয়ে নিয়ে যদি আগাতে থাকেন তবে আপনি ওয়েব ডিজাইন শেখা শেষ করতে পারবেন। ইনশাআল্লাহ।
W3Schools এর মাধ্যমে শেখা
আপনি ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট হিসেবে এইটাকে সবার উপরে রাখবেন। কারন এখানে সব কিছু সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখানে শুধু ওয়েব ডিজাইন ই শিখতে পারবেন না, এখানে পুরো ডেভলপমেন্ট পর্যন্ত শিখতে পারবেন।
Freemium WIKI এর মাধ্যমে শেখা
আপনি বাংলা ওয়েব সাইট হিসেবে এই সাইট থেকে অল্প সময়ে পর্ব পর্ব ভাবে শিখতে পারবেন। ফ্রিমিয়াম উইকিতে যতটুকু জানলে একটা ওয়েব সাইট ডিজাইন করা যায় তা নিয়ে বেশি আলোচনা করা হয়েছে।
SATT ACADEMY থেকে শেখা
এখানে W3Schools এর মতো তবে বাংলাতে সুন্দর ভাবে সাজিয়ে রাখা হয়েছে। আপনি W3Schools এর বাংলা ভার্সন মনে করে ওয়েব ডিজাইন শেখা শুরু করতে পারেন।
WebcoachBD থেকে শেখা
এখানে ওয়েব ডিজাইন ছাড়াও আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এখান থেকে আপনার শেখার চেস্টা শুরু করতে পারেন।
CSS tricks থেকে শেখা
যদি আপনি ডিজাইন এ প্রো হতে চান তবে আপনার এই ওয়েব সাইট অনেক ভাবে হেল্প করতে পারে। এই সিএসএস ট্রিকস ওয়েব সাইটে সিএসএস সংক্রান্ত এডভ্যান্স লেভেলের অনেক ট্রিক্স শেয়ার করে। যদিও বেসিক শেখার সময় এইটার দরকার অনেক কম।
বেসিক শেষ করে এই ওয়েব সাইট থেকে নিয়মিত পড়া চালিয়ে যাওয়া উচিৎ।
ওয়েব ডিজাইন এ কি কি শিখতে হয়
ওয়েব ডিজাইন শিখতে হলে কয়েক ধরনের ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। ওয়েব ডিজাইন করার জন্য আপনাকে ৩টি মতো ল্যাঙ্গুয়েজ শেখা দরকার। যা আপনার ওয়েব ডিজাইন এর কাঠামো, ডিজাইন ও কিছু ফাংশন জীবন্ত করার জন্য দরকার হবে।
এইচটিএমএল (HTML)
এইচটিএমএল দিয়ে আপনার ওয়েব ডিজাইন শেখা শুরু করতে হবে। এইটা আপনার প্রথম ধাপ। এই এইচটিএমএল দিয়ে আপনি আপনার ওয়েব সাইটের কাঠামো বানাতে পারবেন।
এইচটিএমএল শুধু মার্কাপ ল্যাঙ্গুয়েজ তাই শুধু এইটা দিয়ে কাঠামো বানানো যায়।
সিএসএস (CSS)
সিএসএস দিয়ে আপনার সাধারন কাঠামোর ওয়েব সাইটকে সুন্দর ও সুদর্শন বানাতে পারবেন যা দেখতে একটি পরিপূর্ণ ওয়েব সাইটের মতোই লাগবে।
জাভাস্ক্রিপ্ট (Javascript)
জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনার ওয়েব সাইটে কিছু অসাধারন ডিজাইন ও ফাংশন যুক্ত করতে পারবেন।যেমন আপনার ওয়েব সাইটে যদি স্লাইডার যুক্ত করতে চান তবে অবশ্যই জাভাস্ক্রিপ্ট দরকার হবে।এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।