69.99 ডলার যা সাধারন ইউজারদের জন্য কেনা সম্ভব হয়না।তাই আপনাদের জন্য আমি শেয়ার করবো wondershare filmora 9 Life Time Premium free Licensed বেশি কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি।
Wondershare filmora কিঃ
ওয়ান্ডারশেয়ার ফিল্মওরা হলো একটি ভিডিও এডিটিং সফটওয়ার এই Software দিয়ে আপনি খুব সহজেই যেকোনো ভিডিও Editing করতে পারবেন কারন এটার ইন্টারফেস অনেক সিম্পল ও Easy যার কারনে বারতি দক্ষতা না থাকা সত্তেও আপনার নিজের ভিডিও এর কাজ আপনি অনায়াসে করে নিতে পারবেন।
![]() |
Fimora 9 |
কিভাবে Download করবেন Wondershere Filmora
আপনি এই সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন সরাসরি Wondershere Filmora কম্পানির ওয়েব সাইট থেকে। আপনি যদি নিচের দেওয়া লিংকের মাধ্যমে ডাউনলোড করেন তবে আপনি আপডেট ভার্সন পাবেন যার কারনে অনেক নতুন সার্ভিস পেতে পারেন।আর পুরাতন ভার্সন নামালে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন।
Click Here to Download Wondershere Filmora9
উপরের লিংক থেকে ডাউনলোড করে ইনস্টল করুন।সঠিক ভাবে ইনস্টল করার পর আপনি ফিল্মরা ওপেন করুন। তাহলে আপনি আপনার পুরো এডিটর টি দেখতে পারবেন এবং সকল কাজ করতে পারবেন তবে আপনি ভিডিও এডিটিং করার পর যখন সেভ করবেন তখন ভিডিও এর উপরে বড় করে লেখা থাকবে Wondershere Filmora এটা সরাতে এই Software টি লাইসেন্স করতে হবে যার কারনে অনেক টাকা গুনতে হয়।
কিভাবে ফ্রীতে লাইসেন্স করবেন এবং Watarmark Remove করবেনঃ
যখন আমরা ভিডিও এডিটিং করি তখন অন্য কোনো লেখা থাকুক আমাদের ভিডিও এর উপর , এটা হয়তো কেউ চাইবে না।আর এই লেখা সরাতে হলে আপনাকে গুনতে হবে নিচের ছবিতে উল্লেখ করা ডলার , যা সবার পক্ষে সম্ভব না।কোনো চিন্তা নাই আপনাদের ফ্রিতেই দিচ্ছি টিক চিন্হ দেওয়া প্যাকটি যা আপনি সারাজীবন ইউজ করতে পারবেন।
প্রথমে আপনি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন লাইসেন্স ফাইলটি।
Click Here To Download Wondershare Filmora 9 Registration Code Free 2020
ডাউনলোড করার পর আপনারা একটা PDF File পাবেন ওই ফাইলের ভিতরে আপনারা অনেক গুলো Licensed e-mail ও Registration code পাবেন। এখানে এতো গুলো দেওয়ার কারন আপনাদের কোনো টাই কাজ নাও হতে পারে তখন আপনারা আলাদা ইমেইল আর রেজিষ্ট্রেশন কোড দিয়ে ট্রাই করতে পারবেন।
কিভাবে লাইসেন্স Active করবেনঃ
আপনারা Filmora তে ঢুকার পর নিচের ছবিতে 1 নং এর দেখানো Help এ ক্লিক করে নিচে 2 নং এ দেখানো Offline Activation এ ক্লিক করুন।
এবার নিচের ছবির মতো দেখতে পারবেন। আপনার সেই লাইসেন্স থেকে আপনি Licensed E-mail কপি করে এই প্রথম ফাকা বক্সে পেস্ট করুন। তারপর ওই লাইসেন্স এর নিচেই যে রেজিস্টার কোড আছে ওটা কপি করে ২য় বক্সে পেস্ট করুন এবং সেভ করুন।আমার যেহেতু লাইসেন্স করা তাই আমার টা ACTIVATED দেখাচ্ছে।
এবার থেকে আপনার ভিডিও রেন্ডার বা এক্সপোর্ট করলে আর Filmora লেখা থাকবেনা।আপনি সকল কাজ এখন সুন্দর ভাবে করতে পারবেন।
Filmora Effect Pack Premiam (Extra Bonus)
এই প্যাকের মাধ্যমে আপনার এডিটিং করার জন্য প্রয়োজনীর প্রায় সকল টুলস পেয়ে যাবেন যার কারনে আপনার এডিটিং আরো দ্রুত ও প্রফেশনাল হবে।
Filmora Effect Pack Download Now
আজ এই পর্যন্ত। আশা করি আপনাদের এই টিউটোরিয়াল টি ভালো লেগেছে। এই রকমই আরো টিউটোরিয়াল পেতে WikiJana.Com এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।