আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।আমিও
আপনাদের দোয়াই ভালো আছি। এখন আমরা Alphabet সম্পর্কে জানার
চেস্টা করবো ও alphabet কাকে বলে বুঝার চেস্টা করবো।
Alphabet কাকে বলেঃ
Alphabets শব্দটি ল্যাটিন শব্দ, Alphabetum থেকে এই এ্যালফ্যাবেটের উতপত্তি।ইংরেজি বর্ণমালায় মোট ২৬ টি বর্ণমালা আছে। ইংরেজি বর্ণ দুই প্রকার। প্রতিটা বর্ণের দুইটা করে বর্ণ রয়েছে একটা Small Letter অন্যটা Large Letter .Small & Large Letters Alphabet:
- Large Letter: A-B-C-D-E-F-G-H-I-J-K-L-M-N-O-P-Q-R-S-T-U-V-W-X-Y-Z
- Small Letter: a-b-c-d-e-f-g-h-i-j-k-l-m-n-o-p-q-r-s-t-u-v-w-x-y-z
Alphabet কয় প্রকার ও কি কিঃ
Alphabet (বর্ণমালা) দুই ভাগে বিভক্ত।
- Vowel (স্বরবর্ণ)
- Consonant (ব্যঞ্জনবর্ণ)
Vowel কাকে বলেঃ
যে সব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে তাই Vowel.
Vowel কত প্রকারঃ
Vowel হলো ৫ প্রকার।
- A, E, I, O, U এগুলো হচ্ছে Vowel.
- Vowel গুলো consonant গুলোর সাথে মিশে Syllable তৈরি হয়।
Examples: Egg, Diagram, Ultrasonography, etc.
Consonants কাকে বলে ও কত প্রকারঃ
যে সব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারেনা তাকে Consonants বলে।
- Vowel ছাড়া বাকি ২১ টি অক্ষর সব Consonant.
- একটি শব্দে একটি Vowel আর সব গুলো Consonant হওয়া স্বাভাবিক।
- Carry. C, r, r, and y are the consonants.
- Story. s, t, r, and y are consonants.
- Earning. r, n, and g are consonants.
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে
অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর
নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি
WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি
করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে
পারে।
comment 6 মন্তব্য
more_vertভাই আপনি consonant ১৯ টা লেখসেন অইটা ২১ টা হবে
১৯ মার্চ, ২০২১ ১২:৩৪ AMধন্যবাদ।টাইপিং মিসটেক ছিলো।
১৯ মার্চ, ২০২১ ১১:৪৬ AMnice post
২ ডিসেম্বর, ২০২১ ১১:০৯ AMNice post
২১ ডিসেম্বর, ২০২১ ৩:৩২ PMধন্যবাদ। কমেন্ট করার জন্য। উইকিজানা এর সাথেই থাকুন।
২৬ ডিসেম্বর, ২০২১ ১২:৫৯ PMধন্যবাদ। আমাদের সাথেই থাকুন।
২৬ ডিসেম্বর, ২০২১ ১:০০ PM